রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

ভূমিকম্পের পর জেগে উঠল আগ্নেয়গিরি, ছাইয়ে ছেয়ে গেছে ৮ কিলোমিটার

Coder Boss
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৩ Time View

রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর কামচাটকা উপদ্বীপে রোববার (১৮ আগস্ট) সকালে আঘাত হানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এরপর সেখানে সক্রিয় হয়ে উঠেছে একটি আগ্নেয়গিরি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর চারপাশে ৫ মাইল এলাকাজুড়ে কালো ছাইয়ে ছেয়ে গেছে। খবর সিএনএনের।

শিভেলুচ নামের এই আগ্নেয়গিরিটি কামচাতকা উপদ্বীপের রাজধানী পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ২৮০ মাইল দূরে অবস্থিত। সেখানে ১ লাখ ৮০ হাজার মানুষ বসবাস করেন।

আগ্নেয়গিরির ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার ওপর পর্যন্ত উঠেছে। এছাড়া আগ্নেয়গিরি থেকে গড়িয়ে নিচে নেমে এসেছে লাভা।

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ৯০ কিলোমিটার পূর্বে মাটির ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্পের পর পর সুনামির সতর্কতা জারি করেছিল। কিন্তু পরবর্তীতে তারা জানায় এ শঙ্কা কেটে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ সুনামির কোনো সতর্কতা জারি করেনি।

শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর বেশ কয়েকটি আফটার শক (ছোট ছোট ভূমিকম্প) অনুভূত হয়েছে।

উপদ্বীপটি এমনিতেই একটি ভূমিকম্প প্রবণ এলাকা। এটি ‘রিং অব ফায়ারের’ পাশেই অবস্থিত। সেখানে এক ডজনের বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102