বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতন ঘিরে সহিংসতায় বন্ধ থাকার পর সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে প্রথম ধাপে গত সোমবার থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। আর পরদিন মঙ্গলবার থেকে চালু হয় লোকাল ও কমিউটার ট্রেন। দীর্ঘ বিরতির পর ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই সারা দেশে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।