রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দখলে ধানমন্ডি ৩২

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৫ Time View

ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছে কয়েক হাজার আন্দোলনকারী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ চিত্র দেখা গেছে। আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ছাত্র-জনতা অবস্থান নিয়েছে।

আজ ১৫ই আগস্ট। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী। এটা ঘিরে এই কর্মসূচি ঠেকাতে গতকাল বুধবার দিবাগত মধ্য রাত থেকে ৩২ নম্বর ঘিরে চারপাশ দখল করে রেখেছে ছাত্র-জনতা। অন্যদিকে আজ সকাল থেকে সকাল থেকে আওয়ামী লীগের কোনও কেন্দ্রীয় নেতাকে ৩২ নম্বরে দেখা যায়নি।
ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাড়ির দুই পাশে কাটা তারের বেড়া দেওয়া আছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান। এরপর থেকে দলটির কেন্দ্র থেকে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ নেতা গ্রেফতার হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102