বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
আপডেটঃ
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—তিন পক্ষেরই বিজয় দাবি যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ৫ শতাংশ গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে এডিট করা ভিডিও ছড়িয়ে অপপ্রচার, প্রতিবাদে ক্ষোভ দুর্ঘটনায় বাবা হারানো কিশোর আশরাফুলকে আর্থিক সহায়তা তারেক রহমানের হাতিয়ায় জিয়া সাইবার ফোর্সের উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন: নতুন নেতৃত্বে নতুন প্রত্যয় ছাতারপাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে নতুন নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা: আমীর খসরু শহীদ জিয়ার নামে বিমানবন্দরের নাম ফিরিয়ে দিতে হবে : বিএনপি নেতা রনি সিলেটে নদীর পানি বাড়ছে, নগরে জলাবদ্ধতা; বাঁধ ভেঙেছে সুনামগঞ্জ-হবিগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের প্রতীক : তারেক রহমান

খালেদা জিয়ার চিকিৎসার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে : রিজভী

Coder Boss
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬৬ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া আজ জামিন পাচ্ছেন না। চিকিৎসা পাচ্ছেন না, চিকিৎসা নেওয়ার মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনা এমন পাহাড় তার কাছে কোনো দাবি পৌঁছায় না, হিংসার পোশাক পরে তিনি রাজনীতি করেন ।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যে মিথ্যাবাদী হতে পারে ও মুনাফিক হতে পারে তারাই আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক সময় আগুন সন্ত্রাস করে আন্দোলন করেছিল। বর্তমানে সেই আওয়ামী লীগ বিরোধী দলকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দমন, পীড়নে ব্যস্ত থেকে দেশে একদলীয় শাসন কায়েম করছে। ডামি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার।

তিনি বলেন, আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মীকে জেলে আবদ্ধ করে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে সরকার।

রিজভী বলেন, সরকারের মহা দুর্নীতিতে দেশের অর্থনীতি মহা সংকটে আজ। পৃথিবীর সব স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশের স্বৈরাচার সরকারেরও পতন হবে। জনগণের আন্দোলনে এই স্বৈরাচার সরকার পদ্মা, মেঘনা, যমুনার পানিতে ভেসে যাবে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, সদস্য সচিব নাসিমা আক্তার কেয়াসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102