যুবদল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার আগের কমিটি বিলুপ্ত করে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন নতুন কমিটি ঘোষণা করেন।
বুধবার (৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল ঢাকা মহানগর উত্তরে শরীফ উদ্দিন জুয়েলকে আহ্বায়ক এবং মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটুকে যুগ্ম আহ্বায়ক এবং সাজ্জাদুল মিরাজকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক হিসেবে এম এ গাফফার, ইকবাল হোসেন ও মুকিত হোসেন ও সদস্য সচিব হিসেবে রবিউল ইসলাম নয়নের নাম ঘোষণা করা হয়।