আওয়ামী লীগ এত বেশি অবিচার-অনাচার করেছে যে, যার কারণে তারা জনগণের ভোটে কখনও নির্বাচিত হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
সোমবার (১৯ জুন) রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের পল্টন এবং মতিঝিল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভায় তিনি এ কথা বলেন।
সরকারের উদ্দেশে আব্দুস সালাম বলেন, তারা ২০১৪ সালের মতো বিনা ভোট এবং ২০১৮ সালের মতো দিনের ভোট রাতে করে আবারও ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগ কখনোই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি।
তিনি বলেন, ভোট চুরি ও গণতন্ত্র হরণের কারণে দেশবাসী অনেক আগেই এই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এখন বিদেশ থেকেও প্রত্যাখ্যাত হয়ে সরকারের এখন মাথা নষ্ট হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা একেক সময় একেক কথা বলছেন। সকালে এক কথা আর বিকেলে আরেক কথা। সরকারের পতন অতি সন্নিকটে। তাদের সমন্বয়হীন কথা সেই ইঙ্গিত দিচ্ছে।
সরকার নড়বড়ে অবস্থায় আছে বলে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, এখন প্রয়োজন একটু ধাক্কা। আর ধাক্কা দেওয়ার জন্য দেশের জনগণ ও দেশপ্রেমিক রাজনৈতিক দল এক হয়েছে। কোনো ধরনের ষড়যন্ত্র করেও সরকার এবার আর রক্ষা পাবে না।