বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

চার্জার ফ্যান বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৪

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৩৯ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ হয়ে মো. টুটুল মিয়া (২৫) শেখ হাসিনা জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে তার মৃত্যু হয়। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। শুক্রবার (৯ জুন) সকাল আটটার দিকে এই আগুনের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকা থেকে চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দদ্ধ হয়ে আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে টুটুল মিয়া আরো একজনের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে মারা যান। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় দগ্ধ আরো একজন চিকিৎসাধীন আছেন। তিনি হলেনÑ মেহজাবিন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

  1. এর আগে আরো তিনজন মারা যান। তারা হলেন আব্দুস সালাম, বুলবুলি বেগম ও সোনিয়া আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102