পদযাত্রা কর্মসূচি ঘিরে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ৪টার কিছু আগে সিটি কলেজের সামনে এই ঘটনা ঘটে। এর আগে ধানমন্ডি আবাহনী মাঠের কাছ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সিটি কলেজের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা শেখ রবিউল আলম রবি সহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।