তিনি বলেন, আগামী ১৯শে মে শুক্রবার ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলায় ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ২০শে মে শনিবার ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগরে, ২৬শে মে ঢাকা উত্তর মহানগরসহ ১৯ জেলা এবং ২৭শে মে ঢাকা দক্ষিণ মহানগরসহ ১৫ জেলায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
নয়াপল্টনে বেলা আড়াইটায় সমাবেশ শুরু হলেও দুপুর থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে সমবেত হন। এ সময় নয়াপল্টনের ভিআইপি রোড ছাড়িয়ে নেতা-কর্মীরা কাকরাইল, পুরানা পল্টন, ফকিরাপুল এলাকায়ও ছড়িয়ে পড়েন। সমাবেশের কারণে ভিআইপি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিশাল জনসমুদ্রে পরিনত হয় বিএনপি’র সমাবেশে।