শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
আপডেটঃ
রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও ফিলিস্তিন: এক অনন্য কূটনৈতিক বন্ধন সংস্কার শেষে এ বছরেই নির্বাচন চায় সমমনা ইসলামী দলগুলো অবশেষে সংশোধিত ওয়াক্ফ আইন স্থগিত করলেন ভারতের সুপ্রিম কোর্ট সংবিধান সংস্কার প্রস্তাবের ২৫টিতে একমত বিএনপি, দ্বিমত ১৬ টি এবার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার মেঘনা আলম বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় ড. ইউনূস জিয়া সাইবার ফোর্স সেনবাগ উপজেলার সাধারণ সম্পাদক নিজামুদ্দিন মিশুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব চৌধুরী এই বৈশাখ নতুন দিগন্ত নিয়ে আসবে: মির্জা ফখরুল আ. লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন

নোবেল জয়ী প্রফেসর ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৪৭ Time View

গ্রামীণ টেলিকম থেকে শ্রমিক-কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগে নোবেল জয়ী প্রফেসর ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উর্ধ্বতন এক কর্মকর্তা। এই বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দুদক।

গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কিছু অভিযোগ সংবলিত একটি প্রতিবেদন দুদকে পাঠান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক। ওই প্রতিবেদনের সূত্র ধরেই ২০২২ সালের ২৮শে জুলাই অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানান দুদক সচিব মো. মাহবুব হোসেন।

অভিযোগগুলো হলো- অনিয়মের মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের মধ্যে বণ্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের ৫ শতাংশ অর্থ লোপাট, শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধকালে অবৈধভাবে অ্যাডভোকেট ফি ও অন্যান্য ফির নামে ৬ শতাংশ অর্থ কর্তন, শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলে বরাদ্দ করা সুদসহ ৪৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৪৩ টাকা বিতরণ না করে আত্মসাৎ। এছাড়া কোম্পানি থেকে ২ হাজার ৯৭৭ কোটি টাকা মানিলন্ডারিংয়ের উদ্দেশ্যে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ।

অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করে দুদক। কমিটিতে দুদকের তৎকালীন পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- দুদক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক জেসমিন আক্তার ও নূরে আলম সিদ্দিকী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102