হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়িবাঁধ কেটে পাইপ বসানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সচেতন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকার চতলার খালের পাশে এ ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, একদল অসাধু বালু ব্যবসায়ী রাতে বেড়িবাঁধ কেটে পাইপ স্থাপনের মাধ্যমে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের কাজ বন্ধ করে দেয় এবং ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে স্থানীয় চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়িতে জমা দেন।এলাকাবাসীরা জানান, ওই বেড়িবাঁধটি তৈরি করা হয়েছিল জোয়ারের নোনা পানি গ্রামে প্রবেশ রোধ, পুকুর ও কৃষিজমি রক্ষার জন্য। অথচ কিছু ব্যবসায়ী ব্যক্তিগত স্বার্থে তা নষ্ট করে এলাকার ক্ষতি করার অপচেষ্টা চালায়। এতে ক্ষুব্ধ হয়ে তারা একযোগে প্রতিরোধ গড়ে তোলেন।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নাসির উদ্দীন বলেন, বেড়িবাঁধ নষ্ট হলে ফসল নষ্ট হবে, পুকুরের মাছও মারা যাবে। নদী ভাঙন বেড়ে যাবে। সব মিলিয়ে আমরা ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা সবাই মিলে বাধা দিয়েছি।আব্দুর রহিম নামের আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ঘটনাটির সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এসআই আব্দুল বাতেন বলেন, স্থানীয়রা দুইটা মেশিন ও একজন ব্যক্তিকে আমাদের কাছে সোপর্দ করেছে। ওই ব্যক্তি বাজারেই আছেন। তবে মেশিন দুই টা জব্দ অবস্থায় আমাদের কাছে আছে। আমি সরেজমিনে দেখব। যদি বেড়িবাধ ক্ষতিগ্রস্ত হয় তাহলে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানাব এবং আইনগত ব্যবস্থাগ্রহণ করব।