নিজস্ব প্রতিনিধি সাভার, ঢাকা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৯ আসন-এর মনোনীত এমপি প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলমের সমর্থনে সাভারের পশ্চিম ব্যাংক টাউনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় শুরু হওয়া এই জনসমাবেশে তৃণমূল থেকে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিশ্চিত করেন।
জনসভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলম।এই সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন:মো. আহসান উল্লাহ (সাংগঠনিক সম্পাদক, সাভার পৌর বিএনপি)এডভোকেট মেহেদী হাসান মাসুদ (আহবায়ক, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল)দেলোয়ার হোসেন মাদবর (সিনিয়র যুগ্ম আহবায়ক, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল)রাশেদুজ্জামান বাচ্চু (সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী)মনিবুর রহমান চম্পক (সাভার পৌর ১নং কাউন্সিলর পদপ্রার্থী)ইউনুস খান (৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী)ইয়ার রহমান উজ্জ্বল (২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী)মোশাররফ হোসেন মোল্লা (৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী)হয়রত আলি (পাথালিয়া ইউনিয়ন বিএনপি)মো. খান মজলিস বাবু (সাভার পৌর বিএনপি)মোহাম্মদ আলী পাঠান, (সাভার পৌর যুবদল নেতা)মো. মোবাদুল ইসলাম সেন্টু (সাবেক ছাত্রনেতা, সাভার পৌরসভা)তাজ খান নাঈম (সাবেক ছাত্রদলনেতা, সাভার সরকারি কলেজ)আতিক রাজু (সাভার সরকারি কলেজ ছাত্রদল) সহ অন্যান্য নেতৃবৃন্দ ও জনসভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সেলিম মিয়া (সাভার পৌর যুবদল) কবির হোসেন (সাভার পৌর যুবদল) ।প্রধান অতিথির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, “সাভারের চলমান উন্নয়ন কাজকে অব্যাহত রাখতে হলে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বিকল্প নেই। তার বিজয় নিশ্চিত হলেই সাভারকে একটি আধুনিক ও স্মার্ট শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।” তিনি জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করার উদাত্ত আহ্বান জানান।তিনি আরও অঙ্গীকার করেন যে সাভার সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়া, যানজট নিরসন এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে তিনি সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন।জনসভায় বক্তারা সাভারের অতীত ও বর্তমান উন্নয়ন চিত্র তুলে ধরে ভোটারদেরকে উন্নয়নের স্বার্থে প্রার্থীদের বিজয়ী করার জন্য উদ্বুদ্ধ করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি এবং দিনভর মিছিল ও স্লোগানে মুখরিত পরিবেশ প্রমাণ করে যে নির্বাচনী মাঠে বিএনপি-এর মনোনীত প্রার্থী শক্তিশালী অবস্থানে রয়েছেন।