সংবাদ:
গাজীপুর মহানগরের আওতাধীন কাউলতিয়া মেট্রো থানা বিএনপি কৃষকদলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক রফিকুল ও সদস্য সচিব দেলোয়ার হোসেন ফুল দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন।
আহ্বায়ক রফিকুল বলেন, সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী প্রয়াত অধ্যাপক এম এ মান্নান সাহেবের সুযোগ্য সন্তান, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের এমপি পদপ্রার্থী এম মঞ্জুরুল করিম রনি সাহেবের নেতৃত্বে এবং মহানগর কৃষক দলের নেতৃবৃন্দের দিকনির্দেশনায় তারা কাউলতিয়া থানা কৃষকদলকে আরও এগিয়ে নেবেন।
সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, “আমরা কাউলতিয়া থানা কৃষক দলকে ঐক্যবদ্ধভাবে গাজীপুরকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করব। কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাবো।” তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু করা হবে। এই কার্ডে কৃষকের নাম, জমির পরিমাণ ও দাগ নম্বরসহ প্রয়োজনীয় তথ্য থাকবে এবং সরকারি সহায়তা ও ভর্তুকি প্রদানের ক্ষেত্রে ব্যবহার হবে, যা কৃষকদের ভোগান্তি কমাবে।
এছাড়া, কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়কসহ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।