নিজস্ব প্রতিবেদক-
বদলগাছী, নওগাঁ: ২০ অক্টোবর ২০২৫, সোমবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় প্রচারিত ‘ঐতিহাসিক’ সাক্ষাৎকারটি নওগাঁ-৩ (বদলগাছী মহাদেবপুর) আসনের বদলগাছীতে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়েছে। সাক্ষাৎকার প্রদর্শনীর পর দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ধানের শীষের পক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
স্থানীয় বিএনপি নেতা ও কর্মী সমর্থকদের অংশগ্রহণে এই আয়োজনটি এক উৎসবমুখর সমাবেশে রূপ নেয়।
নওগাঁর বদলগাছী উপজেলার ৬ নং বিলাশবাড়ী ইউনিয়ন দ্বীপগঞ্জ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করে জিয়া সাইবার ফোর্স (Zia Cyber Force)।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জনতার এমপি জনাব পারভেজ আরেফিন সিদ্দিকী জনি (Parves Arafeen Siddiqui Jony)- নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে মনিরুল আহসান চৌধুরী শিহানুক (জিয়া সাইবার ফোর্স বদলগাছী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি)
মোঃ আরিফুল ইসলাম (জিয়া সাইবার ফোর্স বদলগাছী উপজেলা শাখার সাধারণ সম্পাদক)
সাঈদ আল সাহাফ (সদর ইউনিয়ন শাখার সভাপতি) মোঃ শাহনেওয়াজ আহমেদ (৬ নং ইউনিয়ন শাখার সভাপতি) এছাড়াও সংগঠনের উপজেলা ও ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ। নেতাকর্মীদের প্রতিক্রিয়া তারেক রহমানের সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয় এবং জিয়া সাইবার ফোর্সের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত নেতাকর্মীরা এবং জনসাধারণ একমত হয়ে মন্তব্য করেন, “তারেক রহমানের এই সাক্ষাৎকার গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন করেছে।”প্রদর্শনী শেষে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ ধানের শীষের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।