হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (MGI) পণ্য ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ অক্টোবর) দুপুরে হাতিয়া পৌর এলাকার স্টার চাইনিজে মেসার্স আলিফ মিম ট্রেডার্সের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ম্যানেজার মো:ফজলে আজিম, সিনিয়র এক্সিকিউটিভ নাজমুল হোসাইন রাহী, সিনিয়র এক্সিকিউটিভ টেকনিক্যাল ইন্জিনিয়ার মো:সিহাব, পরিবেশক মো: আরিফ উদ্দিন সহ স্থানীয় নির্মাণ শিল্পী, ব্যবসায়ী, ঠিকাদার বৃন্দ।কোম্পানির ডেপুটি ম্যানেজার মো: ফজলে আজিম বলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ‘ঢালাই স্পেশাল (Dhalai Special) সিমেন্ট’ দেশের অন্যতম মানসম্মত ও টেকসই সিমেন্ট হিসেবে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এখন থেকে হাতিয়া উপজেলার নির্মাণ কাজেও এই সিমেন্টের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে কাজ করবে স্থানীয় পরিবেশক মেসার্স আলিফ মিম ট্রেডার্স।পরিবেশক মো: আরিফ উদ্দিন বলেন, দেশের উন্নয়ন প্রকল্প, ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণে মানসম্মত সিমেন্ট ব্যবহারের বিকল্প নেই। ঢালাই স্পেশাল সিমেন্ট দীর্ঘস্থায়ী ও টেকসই নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাতিয়া একটি সম্ভাবনাময় এলাকা। এখানে মানসম্মত নির্মাণ সামগ্রীর সহজলভ্যতা স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করবে।
অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে পণ্য পরিচিতিমূলক লিফলেট ও উপহার বিতরণ করা হয়।