নিজস্ব প্রতিনিধি দিনাজপুর,
শনিবার (১৮ অক্টোবর) বিকালে দিনাজপুরের বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের চৌমহনী বাজারে জিয়া সাইবার ফোর্স বিরল উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৫৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
জিয়া সাইবার ফোর্স বিরল উপজেলা শাখার সভাপতি ওয়াসিম আলী’র সভাপতিত্বে এবং সহ-সভাপতি আনছার আলী ও সাধারণ সম্পাদক মাসুদ রানা’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের নতুন কমিটির নাম ঘোষণা করেন বিশেষ অতিথি এবং জিয়া সাইবার ফোর্স দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক সায়েম আহমেদ। নতুন কমিটিকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বিরল উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ভিপি হামিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।আরও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু।
বক্তারা সংগঠনকে আরও গতিশীল এবং সুসংগঠিত করে জাতীয়তাবাদী আদর্শকে জিয়া সাইবার ফোর্স কে তুলে ধরার গুরুত্বারোপ করেন।