ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষ হয়েছে। রোববার (১২ অক্টোবর) রাত ১টার দিকে রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় শুরু হওয়া এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, এর মধ্যে সাংবাদিকও রয়েছেন।
এসময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে, পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্রের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাবির ডাকসু সহ-সভাপতি সাদিক কায়েমসহ ছাত্রনেতারা উপস্থিত হয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন। পাশাপাশি, পুলিশও বিপুল সংখ্যক সদস্য নিয়ে এলাকাটি ঘেরাও করে রাখে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর জানান, উত্তেজনার সূত্রপাত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে। এর পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ উভয়পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে আরও তদন্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।