নিজস্ব প্রতিবেদন-মো রুহুল আমিন (আলামিন) ঢাকা:
পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়ক ও উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ফ্লাইট লেফটেন্যান্ট (অবঃ) ডক্টর মোহাম্মদ হারুনুর রশীদ ভুঁইয়া।
গত ২ অক্টোবর ২০২৫ তিনি ঢাকা থেকে মক্কার উদ্দেশে রওনা হন। দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ড. হারুনুর রশীদ ভুঁইয়া তার স্ত্রী ও সন্তানদের নিয়ে আল্লাহর মেহমান হিসেবে পবিত্র ওমরাহ হজ পালন করছেন। তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করছেন বলে তার ঘনিষ্ঠ সহযোদ্ধা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ও কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সক্রিয় সদস্য কে এম হারুন রশিদ জানিয়েছেন।
তাঁর মক্কা সফরকে কেন্দ্র করে জিয়া সাইবার ফোর্সের সকল নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। আগামি ১২ অক্টোবর ওমরাহ শেষে তিনি দ্রুত দেশে ফেরার কথা রয়েছে এবং দেশে ফিরে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।