ওমানের দুকুম সিদরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ওমানের মাসকাট থেকে ৬৫০ কিলোমিটার দূরে বুধবার (৮ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ৯ বাংলাদেশি শ্রমিক নিয়ে একটি মাইক্রোবাস মাছ ধরার কাজে যাচ্ছিল, পথে একটি ফিশিং কন্টেইনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন মারা যান, আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ৫ জন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারকাইত ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন।
এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত চলছে, প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও দৃশ্যমানতার অভাবের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।