নিজস্ব প্রতিবেদক মো রুহুল আমিন (আলামিন) :
দীর্ঘ জলে ভাসা জীবন পেশাগত দায়িত্ব পালন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহবায়ক এবং জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মার্চেন্ট মেরিন অফিসার মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম। তাঁকে বরণ করে নিতে বিপুল আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা নিয়ে নেতা-কর্মীরা ভিড় করেছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
গত ৮ অক্টোবর রাত ১০টা ৪০ মিনিটে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম বিমানবন্দর থেকে বের হতেই তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এ সময় জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দীর্ঘদিন পর মার্চেন্ট মেরিন অফিসার মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলামের পেশাগত দায়িত্ব পালন দেশে ফেরায় নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
ঢাকা জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা।জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক কে এম মাহবুব।বর্তমান দপ্তর সম্পাদক মো রুহুল আমিন আলামিন।সহ-দপ্তর সম্পাদক আরিফ হোসেন খোকন। জিয়া সাইবার ফোর্স ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক মাহবুবুর রহমান ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহিরুল ইসলাম ও মো ওয়াহিদ।
আশুলিয়া থানা জিয়া সাইবার ফোর্সের সাবেক সভাপতি আলি আজগর,মাহবুব হোসেন সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকরা।
নেতা-কর্মীরা আশা করছেন, তাঁর প্রত্যাবর্তনের ফলে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে।