নিজস্ব প্রতিনিধি
লন্ডন থেকে ভার্চুয়ালি দল পরিচালনাকারী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দুই দশকে প্রথমবারের মতো কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন। রোববার (৫ অক্টোবর) বিবিসি বাংলা তাদের ফেসবুক পোস্টে এই খবরটি নিশ্চিত করেছে।দীর্ঘ প্রতীক্ষিত এই সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচন, জাতীয় ও রাজনীতি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। বর্তমানে তিনি প্রায় ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন এবং সেখান থেকেই দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। তবে এর আগে কোনো গণমাধ্যমের প্ল্যাটফর্মে তিনি সরাসরি কথা বলেননি।সাক্ষাৎকার প্রচারের সময়সূচী:বিবিসি বাংলা জানিয়েছে, দুই পর্বের এই বিশেষ সাক্ষাৎকারটি আগামী ৬ ও ৭ অক্টোবর পরপর দুই দিন প্রচারিত হবে।প্রথম পর্ব: সোমবার, ৬ অক্টোবর সকাল ৯টায়। দ্বিতীয় পর্ব: মঙ্গলবার, ৭ অক্টোবর সকাল ৯টায়।কোথায় দেখা যাবে:
সাক্ষাৎকারটি বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পাতা এবং ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।প্রেক্ষাপট: নিষেধাজ্ঞা প্রত্যাহার
দীর্ঘদিন ধরে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিল, যা “পতিত আওয়ামী লীগ সরকারের আমলে” জারি করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরপরই তারেক রহমানের সাক্ষাৎকার প্রচারের ঘোষণা আসায় তা দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তীব্র আগ্রহের সৃষ্টি করেছে।