চট্টগ্রাম প্রতিনিধি: মোঃ কামাল হোসেন।
শহীদ জিয়া স্মৃতি সংসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই নবগঠিত কমিটিগুলোর পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় গত ২০ সেপ্টেম্বর, ২০২৫, শনিবার। কমিটি অনুমোদিত ইউনিয়নগুলো হলো—কুসুমপুরা, ধলঘাট, কেলিশহর, কাশিয়াইশ ও জঙ্গলখাইন।
পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত এই পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১২ সংসদীয় আসনের জননেতা এনামুল হক এনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, এবং সাধারণ সম্পাদক আবু ছালেহ মোঃ সাইফুদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বক্তব্যে প্রধান অতিথি এনামুল হক এনামসহ অন্যান্য নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আগামী প্রজন্মকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নতুন নেতৃত্বের প্রতি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পাঁচটি ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়। কুসুমপুরা ইউনিয়নে আহ্বায়ক হলেন মোঃ নুর উদ্দিন নুর এবং সদস্য সচিব আমজাদ উদ্দিন লিটন। ধলঘাট ইউনিয়নে সাইফুল আলম সাহেদ আহ্বায়ক ও মিনহাজ উদ্দিন সাকিব সদস্য সচিব। জঙ্গলখাইন ইউনিয়নের নেতৃত্ব দেবেন আহ্বায়ক তসলিম মোঃ আনিছ উদ্দিন ও সদস্য সচিব মোঃ শরিফুল আলম। এছাড়া কেলিশহর ইউনিয়নে আহ্বায়ক হয়েছেন মোঃ সিরাজুল হক এবং সদস্য সচিব মোঃ ওমর ফারুক। সবশেষে, কাশিয়াইশ ইউনিয়নের আহ্বায়ক হলেন মোঃ গিয়াস উদ্দিন ও সদস্য সচিব মোঃ সাকিব।
এছাড়াও, পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সহ-সভাপতি আবছার ভাই, জাফর, খোকন মেম্বার, গাজী আবু বকর, মোঃ সোলায়মান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ—সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক ওসমান আহম্মদ শান্ত, দপ্তর সম্পাদক আবু বক্কর—বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।