নিজস্ব প্রতিবেদক – মো রুহুল আমিন (আলামিন) ঢাকা
ঢাকার সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া মে এবং জুন ২০২৫ মাসের জন্য ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার অসামান্য অবদানের জন্য তিনি এই স্বীকৃতি লাভ করেন।
তার এই অর্জন সাভার মডেল থানা এলাকার বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সাধারণ মানুষ আশা করছেন, তার নেতৃত্বে এই থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভবিষ্যতে আরও উন্নত হবে।
ওসি জুয়েল মিয়াকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন। তার কাছে সাভারবাসীর প্রত্যাশা, আগামী দিনগুলোতেও তিনি একইভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করে যাবেন এবং সাভার মডেল থানাকে একটি আদর্শ থানা হিসেবে গড়ে তুলবেন।