মানিক হোসেন বিজয়,টঙ্গী থানা প্রতিনিধি-
রাজধানী ঢাকার প্রবেশদ্বার টঙ্গী বাজার ও আব্দুল্লাহপুর এলাকা দিয়ে প্রতিদিন লাখো মানুষ চলাচল করে। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলার যানবাহন রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার অন্যতম প্রধান পথ এটি। কিন্তু এই গুরুত্বপূর্ণ মহাসড়ক এখন কার্যত বেহাল দশায় পরিণত হয়েছে।
রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই সেখানে পানি জমে তৈরি হয় কর্দমাক্ত গর্ত, যা যানবাহনের জন্য ভয়াবহ ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। যানজট তো নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। সকাল-বিকাল অফিসগামী মানুষ থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়ছেন চরম ভোগান্তিতে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের এ অবস্থার কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। সময়মতো মালামাল পৌঁছানো যাচ্ছে না, ফলে বাড়ছে পরিবহন ব্যয়। যাত্রীরা অভিযোগ করে বলেন, “টঙ্গী বাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যাচ্ছে। এভাবে কষ্ট আর কতদিন সহ্য করতে হবে?”
জনগণের দীর্ঘদিনের দাবি—দ্রুত সড়ক মেরামত ও সংস্কারের ব্যবস্থা করা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা মহানগরের প্রবেশমুখে এমন ভাঙাচোরা সড়ক দেশের ভাবমূর্তির জন্যও নেতিবাচক। সুষ্ঠু পরিকল্পনা ও দ্রুত সংস্কার কাজের মাধ্যমে এই ভোগান্তি থেকে মানুষকে মুক্ত করা এখন সময়ের দাবি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি আহ্বান—টঙ্গী বাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত মহাসড়ক অবিলম্বে সংস্কার করা হোক, যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।