নিজস্ব প্রতিবেদক -মো রুহুল আমিন (আলামিন) : ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। গ্রেপ্তারকৃতরা হলেন সদর আলী এবং আলমগীর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে সায়েদুরকে খুন করার কথা স্বীকার করেছেন।
যেভাবে রহস্য উদঘাটন হলো:
গত বছরের নভেম্বরে ধামরাইয়ের বাইশাকান্দা গ্রামের একটি ধানখেত থেকে অটোরিকশা চালক সায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু হত্যাকাণ্ডের কোনো কুল-কিনারা করতে না পারায় মামলার তদন্তভার ঢাকা জেলা পিবিআইকে দেওয়া হয়।
পিবিআই আধুনিক প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সদর আলীকে প্রথমে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক আসামি আলমগীরকে আটক করা হয়।
আদালতে স্বীকারোক্তি:
পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা জানান, সায়েদুরের অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত জুয়েল নামে আরও এক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে, ছোট যানবাহনের চালকরা প্রায়ই ছিনতাইকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।