শোক সংবাদ
গাজীপুর মহানগর ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর মহানগর জিয়া সাইবার ফোর্স-এর সাবেক দপ্তর সম্পাদক জনাব মাসুদ চৌধুরী’র পিতা আজ শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ)।
মরহুম একজন পরহেজগার ও নিয়মিত নামাজি ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জুমা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ্উদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক ফারুক আহমেদ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলফাজ দেওয়ানসহ টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জিয়া সাইবার ফোর্স-এর সভাপতি কে এম হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মার্চেন্ট মেরিন অফিসার মিয়া মোঃ রাজিবুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলফাজ দেওয়ান।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তা প্রেরক:
মোঃ রুহুল আমিন (আলামিন)
দপ্তর সম্পাদক,
জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটি