স্টাফ রিপোর্টার:-
জিপিএ-৫ পেয়েছেন কারা হেফাজতে মৃত্যু হওয়া বিএনপি’র ৫৯ নং ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে ইকরা এনজেল রাইসা। এই সাফল্যের দিনে তাকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১০ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, রাইসার সাফল্যের খবর শুনেই তারেক রহমান তাকে অভিনন্দন বার্তা পৌঁছে দেয়ার নির্দেশ দেন।
এরপর ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছে দেয়ার ব্যবস্থা নেন। তাৎক্ষণিকভাবে ইকরা রাইসার বাসায় প্রতিনিধি দল পাঠান।
প্রতিনিধি দলটি রাইসাকে তারেক রহমান-এর পক্ষ থেকে পাঠানো উপহার উপহার হস্তান্তর করেন এবং ভবিষ্যতে তার উজ্জ্বল সাফল্য কামনা করেন।