নিজস্ব প্রতিবেদক, রহুল আমিন(আলামিন)
সাভারে জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজিত হয়। রোজ সোমবার (৭ জুলাই) ২০২৫ সাভারস্থ ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম এর নিজবাস ভবনে মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি র সাবেক যুগ্ম সম্পাদক জনাব খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল ইসলাম অভি,আব্দুল গফুর বাবুল, সহ-সভাপতি সাভার পৌর বিএনপি, দেলোয়ার হোসেন মাদবর, সিনিয়র যুগ্ন আহবায়ক সাভার পৌর স্বেচ্ছাসেবক দল,মাসুদ রানা আহবায়ক, ঢাকা জেলা ওলামা দল,লায়ন কায়কোবাদ শরিফুজ্জামান, নাজমুল সাকিব সাবেক সভাপতি সাভার প্রেস ক্লাব।
দোয়া অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা জেলা সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বলেন , ২০২৪ সালের জুলাই মাসে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেটি জাতির ইতিহাসে এক দুঃখজনক অধ্যায়। আমরা চাই না, ভবিষ্যতে আর এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। আমরা চাই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজব্যবস্থা, যেখানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত হবে। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না, আমরা একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলেই সেই রক্তঋণ পরিশোধ করব।
উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সাভার পৌর যুবদল নেতা রাসেদুজ্জামান বাচ্চু, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মোশাররফ হোসেন মোল্লা, হয়রত আলি আশুলিয়া থানা বিএনপি নেতা,যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠন সহ জুলাই আন্দোলনে আহত নাজমুল ইসলাম রুবেল, শাহরিয়ার আহমেদ সাব্বির, ও হারুনুর রশিদ ।
দোয়া অনুষ্ঠানটি। জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।