বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
আপডেটঃ
আশুলিয়াতে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে সমাবেশ অংশগ্রহণ করেন বিএনপি নেতা খোরশেদ আলম দেশজুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে টঙ্গীতে গ্রাফিতি অংকন গভীর রাতে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া গাজীপুর মহানগর কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মুজিববাদের কবর শেখ হাসিনাই দিয়েছে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনাব তারেক রহমান কে নিয়ে নিয়ে কটুক্তি করলে বিন্দু পরিমানে ছাড় দেয়া হবে না-বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম জুলাই গণঅভ্যুত্থানে শহিদের স্বরণে গাজীপুরে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হবে-কৃষকদল নেতা আতাউর রহমান ব্যবস্থা নেয়ার পরও বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন কঠোর হচ্ছে বিএনপি সাড়ে ৪ হাজার নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

বিএনপির ১১ সংগঠন নিয়ে প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া : রিজভী

Coder Boss
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৫৯ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে এক ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম উল্লেখ করে একটি সতর্কীকরণ নোটিশ প্রকাশ করা হয়, যা দলটির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।

এ বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নয়া দিগন্তকে বলেন, ‘অনেক আগে প্রেস কনফারেন্সের মাধ্যমে ভুয়া সংগঠনের বিরুদ্ধে প্রেস রিলিজ দিয়েছিলাম, এটি সেটি তবে নতুন করে তারিখ ও আমার স্বাক্ষর এডিট করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে, যেটি ভুয়া।’

তথ্য মোতাবেক দেখা যায়, ২০২৪ সালের ২৪ অক্টোবরের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো সংগঠন করলে এর সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না, দলের কোনো নেতাকর্মী যদি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে যায়, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনিব্যবস্থাও নেয়া হবে।’

তিনি উল্লেখ করেন, দলের স্বীকৃত অঙ্গসংগঠনের বাইরে শিক্ষকদের সংগঠন, ডাক্তারদের সংগঠন ড্যাব, ইঞ্জিনিয়ার ও কৃষিবিদদের সংগঠন অ্যাব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন আছে। এর বাইরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নামের কোনো সংগঠন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

৫ জুলাই দেয়া ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিএনপি ও দলের অনুমোদিত ১১টি সংগঠন ব্যতীত অন্য কোনো সংগঠন অনুমোদিত নয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে সংগঠন গঠনের অভিযোগও উত্থাপন করা হয়। এতে আরো বলা হয়, অনুমোদনহীন এসব সংগঠন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

বিএনপির ১১টি অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন হলো

১. জাতীয়তাবাদী যুবদল

২. জাতীয়তাবাদী ছাত্রদল

৩. জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

৪. জাতীয়তাবাদী শ্রমিক দল

৫. জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল

৬. জাতীয়তাবাদী কৃষক দল

৭. জাতীয়তাবাদী মহিলা দল

৮. জাতীয়তাবাদী ওলামা দল

৯. জাতীয়তাবাদী মৎস্যজীবী দল

১০. জাতীয়তাবাদী তাঁতী দল

১১. জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ওপরের তালিকা ব্যতীত অন্য সব সংগঠন অননুমোদিত ও অবৈধ। একইসাথে, এসব সংগঠনের নামে কোনো পদ বা পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি প্রচার চালালে দল তা স্বীকার করবে না।

তবে দলটির কেন্দ্রীয় দফতর এ বিজ্ঞপ্তিকে ভুয়া আখ্যা দিয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, ‘এই প্রেস বিজ্ঞপ্তিটি সঠিক নয়। এটি বিএনপির অনুমোদিত দফতর বা প্রচলিত কোনো মাধ্যমে প্রচারিত হয়নি। এটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।’

সাধারণত, বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ইমেইল, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার করা হয়। এই ভুয়া বিজ্ঞপ্তিটি সে প্রক্রিয়া অনুসরণ করেনি।

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে দলের নেতাকর্মীরা বিজ্ঞপ্তিটি শেয়ার করেছেন এবং কয়েকটি গণমাধ্যমে সেটি প্রকাশও পেয়েছে। এ পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে সকলকে বিভ্রান্ত না হতে এবং যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102