গাজীপুর মহানগরীর গাছা থানার আওতাধীন বোর্ডবাজার এলাকায় বিএনপির নাম ব্যবহার করে একটি গাড়ি থেকে চাঁদাবাজির সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে বিএনপির নেতাকর্মী।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি লক্ষ্য করে তাকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির বিষয়টি নিশ্চিত হন। পরবর্তীতে তাকে গাছা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিএনপি নেতারা জানান, দলীয় সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।