ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) গণত্রাণ তহবিলে শুক্রবার (২৩ আগস্ট) রাত ৮টা পর্যন্ত প্রায় ৮৭ লাখ টাকা নগদ অর্থ জমা হয়েছে। এ নিয়ে দুইদিনে কেবল নগদ অর্থই এক কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসিতে বুথ বসিয়ে ত্রাণ সংগ্রহ করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আহনাফ সাইদখান জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নগদ অর্থ সংগ্রহ হয়েছে ৮৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা। এখনো সংগ্রহ চলছে।
তিনি জানান, বিকাশ, নগদসহ অনলাইনেও টাকা সংগ্রহ চলছে। তবে সেখানে জমা টাকার পরিমাণ এখনো পাওয়া যায়নি।
এদিকে, সন্ধ্যার মধ্যেই শুকনো খাবার, পানি, কাপড়সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যে টিএসসি ক্যাফিটেরিয়া ও অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ পূর্ণ হয়ে গেছে। সন্ধ্যার পর থেকে আসা ত্রাণ ক্যাফিটেরিয়ার বাইরে রাখা হচ্ছে।