মুসা বেলাল: সাবেক আইজিপি বেনজির আহমেদ’কে দেশ থেকে নির্বিঘ্নে পালিয়ে যেতে সহায়তা করেছেন একজন পুলিশ কর্মকর্তা।
বর্তমানে র্যাবে কর্মরত সিনিয়র সহকারী পরিচালক (অপস) এডিশনাল এসপি শাহেদা সুলতানা, পিপিএম গত ৪ মে ২০২৪ রাত পৌনে বারোটার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেনজিরকে তুলে দেন। সিসিটিভি’তে বেনজিরের কাগজপত্র সহ শাহেদা সুলতানাকে তার আগে আগে হাটতে দেখা যায়।
শাহেদা অনেকদিন ধরেই বেনজির পরিবারের আস্থাভাজন, যখন বেনজির ছিলেন ডিজি র্যাব তখন তিনি র্যাবে ছিলেন। বেনজির আইজিপি হলে এই শাহেদা আইজিপির সেকশনে আইজিপি স্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে যোগদান করেন। পরে, যখন বেনজির আইজিপি পদ থেকে অবসর নিলেন, তখন তাকে আবার র্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ে সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে পোস্টিং দেয়া হয়।
বেনজির যখন দেশ ছেড়ে চলে যান, তখন তিনি র্যাবে কাজ করা সত্ত্বেও তার প্রভাব ব্যবহার করে তাকে ইমিগ্রেশন পার হতে সাহায্য করেন।