শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
আপডেটঃ

ডোনাল্ড লু’কে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপির

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৬৯ Time View

জুবায়ের:- দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশ

সফরের সময় প্রথম আলো ও ইনডিপেন্ডেন্ট টিভি চ্যানেল তাঁর সাথে এক সাক্ষাৎকারে

বিএনপির বরাত দিয়ে সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন তা সম্পূর্ণরুপে অসত্য,

বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বিএনপি-কে হেয় করতেই এ ধরণের অবান্তর প্রশ্ন করা

হয়েছে। প্রশ্নে বলা হয়েছে-‘বাংলাদেশের একটি বিরোধী দল-বিএনপি অভিযোগ

করেছে যে, ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে

যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে’। বিএনপি’র কোন পর্যায়ের নেতাই কখনো

কোথাও এ ধরণের মন্তব্য করেননি বা বক্তব্য দেননি। এ ধরণের মনগড়া বক্তব্য প্রকাশ

করা বড় ধরণের ভুল বুঝাবুঝির সৃষ্টি করে। প্রথম আলো এবং ইনডিপেন্ডেন্ট টিভির

মতো বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের এ ধরণের অবাস্তব প্রশ্ন

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনামকে ক্ষুন্ন করে। বর্তমানে দেশের জনগণ ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মীরা জীবনবাজী রেখে, জেল-জুলুম-নিপীড়ণ-নির্যাতন সহ্য করে দেশের মানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করছে। দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব, জনগণের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর। বিএনপির বরাত দিয়ে যে বিভ্রান্তিমূলক প্রশ্ন করা হয়েছে তা সমীচিন নয়। এটি জনমণে বিভ্রান্তি সৃষ্টি করে। উল্লিখিত অসত্য ও মনগড়া বক্তব্যটির প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102