অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে মানিকগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা মিছিল করার সময় পুলিশি বাধার সম্মুখীন হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি)সকাল ১১ টার দিকে এ বাধার সম্মুখীন হয়।
মানিকগঞ্জ শহরের বেউথা এলাকা থেকে সেই মিছিলটি বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।পুলিশের বাধায় কর্মসুচী করতে না পেরে নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়ে চলে যেতে থাকে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন,দপ্তর সম্পাদক এ্যাড: আরিফ হোসেন লিটন,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান উজ্জল,জেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি আবুল বাশার লিমন সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, কেন্দ্রীয় ঘোষিত শান্তিপূর্ণ কর্মসুচীতে পুলিশের বাধা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।আগামীতে আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এধরণের স্বৈরতান্ত্রীক বাধা উপেক্ষা করে কর্মসুচী পালন করা হবে।