নিজস্ব প্রতিবেদক ঢাকা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মাঠ দখলে রাখার কৌশল হিসেবে দলটির হাইকমান্ড দ্রুততম সময়ের মধ্যে ২৫০টি আসনে দল মনোনীত প্রার্থীদের ‘গ্রিন সিগন্যাল’ (সবুজ সংকেত) দিতে যাচ্ছে। বিএনপি নেতারা জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে।
মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ও নির্দেশনামূলক বৈঠক দেশের ৮টি বিভাগের ৩০০ আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে দলের সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ হয়েছে গত সোমবার (২৭ অক্টোবর) রাতে। এই প্রক্রিয়ায় সম্ভাব্য প্রার্থীরা দলের হাইকমান্ডের সঙ্গে মতবিনিময় করেন। শীর্ষ পর্যায় থেকে প্রার্থীদের প্রতি একাধিক সুস্পষ্ট নির্দেশনা আসে।দলের শীর্ষ নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, যদি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকতে পারে, তবে যোগ্য প্রার্থীদের অবশ্যই মূল্যায়ন করা হবে।কঠোর বার্তা: ঐক্যে ফাটল ধরলে ‘কঠোর ব্যবস্থা’ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং সাংগঠনিক শক্তি ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়েছে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হয় বা ঐক্য বিনষ্ট করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হাইকমান্ড পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ঐক্য বিনষ্ট হলে দল সংকটে পড়বে।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নেতৃত্ব। তারেক রহমানের বার্তা: ধানের শীষের ইমেজ অক্ষুণ্ণ রাখা মনোনয়নপ্রত্যাশীরা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি একক বার্তায় জোর দিয়েছেন প্রত্যেক কর্মীকে অবশ্যই ঐক্য ধরে রাখতে হবে। তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান, প্রতিটি মানুষের কাছে যেন ধানের শীষের সঠিক ইমেজ বজায় থাকে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও আগামীতে যাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে, সকলকে তার পক্ষেই কাজ করতে হবে। মাঠ দখলে রাখতে ২৫০ আসন চূড়ান্তের উদ্যোগ
বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এই সিদ্ধান্তের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিভেদ ঠেকানো এবং যাতে কেউ স্বতন্ত্র প্রার্থী না হন, সেই বিষয়গুলো নিয়েই হাইকমান্ড সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আরও নিশ্চিত করেন, চলতি মাসেই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ২০০ থেকে ২৫০ জনকে সবুজ সংকেত দেওয়া হবে। তার ভাষ্যমতে, মাঠ দখলে রাখতে এবং নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিতেই অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করার এই উদ্যোগ নিয়েছে বিএনপি।