নিজস্ব প্রতিবেদক, ইতালি:
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিকল্পিত অগ্নিসংযোগের গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে ইতালির তরিনো শহরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইতালী সময় রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬টায় তরিনোর করছো এমিলিয়া ৩–এ অবস্থিত বিসমিল্লাহ রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভার আয়োজন করে জিয়া সাইবার ফোর্স ইতালি শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল জলিল, আহবায়ক, জিয়া সাইবার ফোর্স ইতালি শাখা।
উপস্থাপনায় ছিলেন জনাব মোতাহের চৌধুরী, সাবেক সভাপতি, যুবদল পালেরমো শাখা, ইতালি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল জলিল বলেন,
“দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যেভাবে ধারাবাহিকভাবে আগুন লাগছে, তা থেকে সহজেই অনুমান করা যায়—একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী ফ্যাসিস্ট হায়নার দোসরগণ এখনও সক্রিয় রয়েছে।”
আব্দুল জলিল বলেন,জিয়া সাইবার ফোর্স নিয়ে যড়যন্ত্র থেমে নেই।হাসিনার ভয়ে যারা ২০১৮ সালে পালিয়ে গিয়েছিল,তারা আবারও সক্রিয় হয়েছে। এখন তারা নতুন করে বিভিন্ন জেলা এবং বিদেশে পাল্টা কমিটি দিচ্ছে যা বিএনপিকে বিভক্তি করার পায়তারার সামিল।সকল ষড়যন্ত্র রুখে অন-লাইন ও রাজপথে জিয়া সাইবার ফোর্স বিএনপির পক্ষে দূর্দিন বা সুদিন সব সময় ছিল এবং থাকবে।ইনশাআল্লাহ্
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের তরিনো শাখার নেতৃবৃন্দ।
সার্বিক আয়োজনে ছিল জিয়া সাইবার ফোর্স (ইতালি শাখা)।