নিজস্ব প্রতিনিধি সাভার (ঢাকা):
সাভারে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আবু সাইদ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) রাতে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এসময় নিহত কৃষককে বাঁচাতে গিয়ে সন্ত্রাসী জাকির বাহিনীর ধারালো অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত আবু সাইদ বনগাঁও ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।হামলায় আহতদের মধ্যে রয়েছেন জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত ও নজুমদ্দিন। আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা বাবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা বাবুলকে লক্ষ্য করে জাকির বাহিনী হামলা চালালে তার চাচাতো ভাই আবু সাইদসহ অন্যরা বাধা দিতে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার পর পরই সবাইকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবু সাইদকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।