নিজস্ব প্রতিনিধি সাভার (ঢাকা):
পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ভবিষ্যৎ নগরীর নেতৃত্ব নিয়ে সাভারবাসীর মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। এই আলোচনায় শক্ত অবস্থানে রয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং স্থানীয়ভাবে সুপরিচিত মুখ জনাব খোরশেদ আলম। দীর্ঘদিন ধরে সাভারের রাজনীতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত থাকা এই নেতাকে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে দেখতে পাওয়ার জোর দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ।সূত্র মতে, সাভারের বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ এবং স্থানীয় ব্যবসায়ী মহল খোরশেদ আলমের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে তাকে ভবিষ্যৎ নগরপিতা হিসেবে দেখতে আগ্রহী। তাদের মতে, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ তাকে একজন জনপ্রিয় নেতায় পরিণত করেছে।
এ বিষয়ে সাভারের একজন প্রবীণ বাসিন্দা বলেন, “খোরশেদ আলমকে আমরা সবসময় পাশে পেয়েছি। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি সাভারের উন্নয়নে কাজ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। একটি নতুন সিটি কর্পোরেশনের জন্য এমন একজন গতিশীল নেতৃত্ব প্রয়োজন।”