বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম অনলাইন মিডিয়া ও স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স-এর সৌদি আরব দাম্মাম শাখার আহবায়ক কামাল হোসেনকে দেখতে যান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী এবং গাজীপুর মহানগর জিয়া সাইবার ফোর্সের সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন দেওয়ান।
উল্লেখ্য, গত ১০ই অক্টোবর সৌদি আরবে দুর্ঘটনায় গুরুতর আহত হন দাম্মাম শাখার আহবায়ক কামাল হোসেন। দুর্ঘটনায় তার বাম হাত ভেঙে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ১৭ই অক্টোবর বাংলাদেশে এসে হাতে সফল অস্ত্রোপচার করান এবং বর্তমানে বাসায় বিশ্রামে আছেন।
এই সময় মোহাম্মদ আলফাজ দেওয়ান আহত কামাল হোসেনের খোঁজ-খবর নেন ও তার দ্রুত সুস্থতা কামনা করেন।
অন্যদিকে, কামাল হোসেন সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।