বগুড়ার গাবতলীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।
শনিবার (১৮ অক্টোবর) বগুড়ার বাগবাড়িতে অনুষ্ঠিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্প শেষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, “আমরা যদি দেশের মানুষের ভালোবাসায় আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, তাহলে এমন ব্যবস্থা করা হবে যাতে কোনো রোগীকে আর হাসপাতালের মেঝেতে শুয়ে থাকতে না হয়। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও দরিদ্র রোগীদের চিকিৎসার সুযোগ নিশ্চিত করা হবে।”
তিনি জানান, গ্রামাঞ্চলে ঘরে ঘরে হেলথ কেয়ার সেবা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হবে। “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন গ্রামীণ স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকদের যুক্ত করেছিলেন, আমরাও সেই ধারা আরও উন্নতভাবে চালু করব,” বলেন তিনি।
নারী ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগের কথাও উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, “প্রতিটি পরিবারের ‘মা’কে একটি চিকিৎসা কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে পরিবারের সব সদস্য বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন।”
তারেক রহমান আরও বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য—নারীর স্বাবলম্বন, শিক্ষা, কৃষি, ও কর্মসংস্থান—সব ক্ষেত্রেই আমাদের কার্যকর পরিকল্পনা রয়েছে। মানুষকে সচেতন করতে হবে যাতে তারা ডায়াবেটিস ও হৃদরোগের মতো অসুখ থেকে নিজেদের রক্ষা করতে পারে।”
তিনি শিক্ষার ক্ষেত্রেও পরিবর্তনের বার্তা দেন, বলেন, “ছাত্রছাত্রীদের বিদেশি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে, যাতে তারা ভালো চাকরি পেতে পারে কিংবা উদ্যোক্তা হিসেবে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, “জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবসেবার প্রতীক। স্বল্প সামর্থ্য নিয়েও আমরা হাজারো মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই ফাউন্ডেশন মানবসেবার উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে।”
দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা ও বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় সাত থেকে আট হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন।