নিজস্ব প্রতিবেদক-
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের অভিশাপ থেকে মুক্ত রেখে সুন্দর সমাজ গঠন করতে হবে। চ্যালেঞ্জ নিয়ে আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে একটি মাদকমুক্ত ও নৈতিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “আমরা সমাজকে সুন্দর ও মানবিক করতে চাই। শিক্ষার্থীরা সেই পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাদের পাশে আমরা আছি এবং সব সময় থাকব।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মই আমাদের সবচেয়ে বড় শক্তি। জুলাই আন্দোলনের সময় তারা যেভাবে ভূমিকা রেখেছিল, তাতে প্রমাণ হয়েছে—তাদের মধ্যেই আছে জাতির ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা।”
বিএনপির এই নেতা আরও বলেন, “গত ১৭ বছরে সমাজে নৈতিক অবক্ষয় তৈরি হয়েছে। মাদক, সন্ত্রাস ও অপকর্মে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিভাবকেরা চিন্তিত। এই অবস্থায় সামাজিক আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনতে হবে, আর সেই আলো দেখাচ্ছে ‘ভ্যানগার্ড’-এর মতো সংগঠনগুলো।”
অনুষ্ঠানে ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান, চর মটুয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমেদ আবু তাহের, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাসিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না ও রোকন উদ্দিন।