বিস্তারিত সংবাদ:
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার প্রাথমিক শিক্ষক মিলনায়তনে শুক্রবার সকাল সাড়ে আটটায় জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ। সভায় প্রধান বক্তা ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন উর রশীদ এবং সভার সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিবুল ইসলাম।
মতবিনিময় সভায় শৈলকূপা উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, জিয়া সাইবার ফোর্সকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশগঠনের আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।