সংবাদ:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুন লেগেছে কার্গো ভিলেজের আমদানি পণ্য সংরক্ষণের একটি অংশে। খবর পেয়ে প্রথমে বাংলাদেশ সিভিল এভিয়েশন, বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যোগ দিলে বর্তমানে মোট ২৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, অগ্নিকাণ্ডটি ঘটেছে বিমানবন্দরের ভেতরে ৮ নম্বর গেইটের কাছে স্কাই ক্যাপিটাল অফিস ও ইম্পোর্ট কার্গো এলাকায়।
আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলকভাবে বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী এবং বিমানবন্দরের নিজস্ব কর্মীরা একযোগে কাজ করে যাচ্ছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে।