টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত মাদরাসাতুর রহমাহ্ আল আরাবিয়াহ-এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং গাজীপুর-০৬ আসনে ধানের শীষ প্রতীকে এমপি পদপ্রার্থী জনাব গাজী সালাহ্উদ্দিন। তিনি হাফেজ ছাত্রদের হাতে পাগড়ি তুলে দেন এবং মূল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রধান বক্তা হিসেবে হৃদয়স্পর্শী ওয়াজ পেশ করেন মুফতী আলী হাসান ওসামা, খতিব, বাইতুস সালাত জামে মসজিদ, মিরপুর-১০, ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মাওলানা জাকির হোসেন, মুহতামিম, জামিয়া নূরিয়া ইসলামিয়া, টঙ্গী।
এই আয়োজনে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। হাফেজদের সম্মাননা ও ইসলামী শিক্ষার প্রতি উৎসাহ প্রদানে এমন আয়োজনকে সকলে সাধুবাদ জানান।