টাঙ্গাইলে বজ্রপাতের কারণে মানবিক ক্ষয়ক্ষতি কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ৮০ হাজার গাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে, বিশেষত তালগাছ, যা বজ্রপাত থেকে মানুষের রক্ষা করতে পারে।
১৩ অক্টোবর, সোমবার, টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কোট মসজিদ এলাকায় তালগাছের চারা রোপণকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টুকু এ কথা জানান। তিনি বলেন, “এ পর্যন্ত টাঙ্গাইলে স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন এলাকাসহ বিভিন্ন জায়গায় ৮০ হাজার গাছ রোপণ করা হয়েছে।”
টুকু আরও বলেন, “বিগত কয়েক দিনেই টাঙ্গাইলে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে, যা থেকে পরিত্রাণ পেতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে তালগাছের চারা রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালগাছ বজ্রপাত থেকে মানুষের রক্ষা করতে সাহায্য করতে পারে।”
তিনি আরও জানালেন, “এমনকি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩০ কোটি বৃক্ষরোপণ করা হবে। এই উদ্যোগের অংশ হিসেবে টাঙ্গাইলে প্রায় ৭০০ তালগাছের চারা রোপণ করা হয়েছে, এবং ভবিষ্যতে আরও তালগাছের চারা সংগ্রহ করা হবে।”
টুকু বলেন, “আগে টাঙ্গাইলে অনেক তালগাছ ছিল, কিন্তু বর্তমানে তা প্রায় নিঃশেষ হয়ে গেছে। এ কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”