সোমবার রাত সোয়া একটার দিকে রাজধানীর গুলশান এলাকার ডিপ্লোম্যাটিক জোনে আমেরিকান দূতাবাসের সামনে নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমানভাবে শক্তিশালী করা হয়। গুলশান থানা পুলিশ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে অবস্থান নেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্কতার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিটসহ সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) মাসুদ আলম জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকির কারণে দূতাবাস এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।