নিজস্ব প্রতিবেদক-
আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আজ ১২ অক্টোবর ২০২৫ ইং, রবিবার কেরানীগঞ্জে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি এ্যাড. নিপুন রায় চৌধুরী।
শুভাঢ্যা ইউনিয়ন ১নং ইউনিটি, ২নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায় তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান। নেতাকর্মীরা ঢাকা-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।