চট্টগ্রাম প্রতিনিধি কামাল হোসেন,
চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মরহুম রবিউল হোসেন আদর-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে গভীর শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টার সময় জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে এই কবর জিয়ারত কর্মসূচি পালিত হয়। এসময় প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। তাঁরা প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
উপস্থিত নেতৃবৃন্দ:
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহসভাপতি জালাল উদ্দীন ছোটন, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) ওসমান আহম্মদ শান্ত এবং কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ মনির উদ্দিন নয়ন।
এছাড়াও পটিয়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম শাকিব-সহ আগামী পদ প্রত্যাশী মোঃ ফোরকান, মোঃ নাছির উদ্দীন, মোঃ ফরমান উদ্দিন, মোঃ মফিজ, মোঃ রেজাউল করিম রমজান, সাফায়েত হোসেন ইমন, আবু হানিফ তারেক, মোঃ আজিজ, মোঃ ইমরান, রুবেল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দের বক্তব্য:
এসময় নেতৃবৃন্দরা মরহুম রবিউল হোসেন আদরকে শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে স্মরণ করেন। তাঁরা বলেন, “তিনি দলের প্রয়োজনে সবসময় রাজপথে জোরালো ভূমিকা রেখেছেন। তাঁর এই আত্মত্যাগের কথা আমরা কখনোই ভুলবো না।” তাঁরা মহান আল্লাহর দরবারে মরহুম আদরের জন্য জান্নাত কামনা করেন