নিজস্ব প্রতিবেদক , আশুলিয়া,সাভার
শনিবার (০৪ অক্টোবর ২০২৫) রাতে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সম্ভাব্য অস্ত্রের মহড়ার খবর পেয়ে দ্রুত তৎপর হয় জামগড়া আর্মি ক্যাম্পের সেনা টহল দল। পরবর্তীতে পরিচালিত ঝটিকা অভিযানে একটি স্থানীয় গোডাউন থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি: আজাদ (৩৭)। তার বাবার নাম ইউনুচ, গ্রাম: পশ্চিম সোনাদিয়া, থানা: কোম্পানির হাট।আইনগত প্রক্রিয়া: আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অস্ত্রটি স্থানীয়ভাবে তৈরি বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় সেনা টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।