নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
মোঃ একে আজাদ
নোয়াখালীর সেনবাগ থানার কনস্টেবল মোহাম্মদ মোহন মজুমদার (আইডি নং কনস্টেবল/৪২৮) ডিউটি শেষে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) ভোরে রাত্রীকালীন মোবাইল-৫/৩ ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে থানার ব্যারাকের ৪র্থ তলায় নিজ বিছানায় ঘুমাতে যান তিনি।
দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে সহকর্মীরা খাবারের জন্য তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে বিষয়টি থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
মরহুম মোহাম্মদ মোহন মজুমদারের বাড়ি কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে। তার পিতার নাম লিয়াকত আলী মজুমদার।